Skip to main content

Posts

Showing posts with the label Bangla

সিএসই পড়তে হলে কি গণিত পারতে হবে?

আমরা অনেকেই জানি, বর্তমান প্রযুক্তির যুগে "কম্পিউটার" একটি পরিচিত শব্দ। মূলত কম্পিউটার এর মৌলিক বিষয় থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত যাবতীয় সকল তথ্যাবলী নিয়ে গঠিত কম্পিউটার প্রযুক্তি। প্রথমেই চলুন জেনে নিই, সিএসই( CSE )এর ফুল মিনিং কী? সিএসই এর পূর্ণরুপ হচ্ছে Computer Science & Engineering (CSE). বর্তমানে অনেক স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার পরে স্বপ্ন দেখে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। এর মধ্যে অনেকে আবার পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করে। তাদের মধ্যে যারা ভর্তি পরীক্ষার ফলাফল এ মেরিট লিস্টে থাকে তাদের অনেকে না বুঝেই ভর্তি হয়ে যায়। তবে আমাদের উচিত যার যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা সেই সাবজেক্ট নিয়ে আসলেই আমি পড়তে পারব কি না অথবা শেষ পর্যন্ত ঠিকে থাকতে পারব কি না এই বিষয় গুলো জানা প্রয়োজন। অন্যদিকে যারা পাবলিক এ চান্স পায় না, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আমি স্বাগতম জানাই তাদের কে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। তবে, পড়াশোনার আগে নিচের বিষয় গুলো পড়ে যদি মনে ...

কিভাবে উই এর মেম্বার হব?

উই এর Founder and President নাসিমা আক্তার নিসা আপু। উই প্লাটফর্ম এ যারা যুক্ত হতে চায় তাদের জন্য মেম্বারশিপ পদ্ধতি চালু করেছেন।  উই এর মেম্বার হতে যা যা লাগবে। 1. পাসপোর্ট সাইজ ফটোকপি 2. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 3. ট্রেড লাইসেন্স এর ছবি (যদি থাকে) কোম্পানির ছবি বা লগো (যদি থাকে) 1. টিন সার্টিফিকেট (যদি থাকে) 2. টাকা ১৫০০। বিকাশে নির্ধারিত নাম্বারে টাকা পাঠানোর পর স্কিনশট অথবা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার শেষ এর ৪ ডিজিট উই এর পেইজ এ মেসেজ করে পাঠিয়ে কনফার্ম করতে হবে। টাকা পাঠিয়ে কনফার্ম করার পর https://goo.gl/FWCzLo ফর্মটি ফিলাপ করতে হবে। সব ধাপ কমপ্লিট হলে মেইল এর মাধ্যমে মেম্বারশিপ জানানো হবে। বিঃদ্রঃ মেম্বারশীপের মেয়াদ ১ বছর। যেদিন আপনার মেম্বারশীপ প্রক্রিয়া সমপন্ন করবেন তার পরদিন থেকেই আপনার মেম্বারশিপ মেয়দা কার্যক্রম শুরু হবে। উই এর মেবার থাকা অবস্থায় সকল প্রকার সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

উই কী?

উই কী উই এর পূর্নরুপ হচ্ছে Women and E-commerce Forum (WE)। মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে নাসিমা আক্তার নিসা আপু উই কে সফলভাবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উই শুধু নারীদের জন্য তৈরি করা হলেও এখানে পুরুষারাও মেম্বার হতে পারবেন। Woman E-commerce Forum   উই এ যোগ দিয়ে কী লাভ হবে? • প্রথমেই, আপনার যদি ই কমার্স বিষয়ে একদম শুন্য জ্ঞানও থাকে, এখানে (উই) এ যোগ দেওয়ার ফলে ই কমার্স বিষয়ের প্রাথমিক লেভেল থেকে অনেক বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন। • এখানে আপনি আপনার বিজনেস আইডিয়া, সমস্যা ইত্যাদি শেয়ার করতে পারবেন। • এক সাথে পার্টনারশিপ হয়ে বিজনেস করার সুযোগ পাবেন। এ রকম অসংখ্য বিষয় নিয়ে কাজ করতে পারবেন।

পৃথিবীতে এত ধর্ম কেন?

পৃথিবীতে এত ধর্ম কেন? নাস্তিকদের প্রধান অভিযোগ হল, " পৃথিবীতে এত ধর্ম কেন? সৃষ্টিকর্তা থাকলে তো এত ধর্ম থাকত না! অতএব কোন সৃষ্টিকর্তা নেই! "  কেন এত ধর্ম তার ব্যাপারে তারা কখনও চিন্তাই করেনি ৷ তাই এধরনের প্রশ্ন করছে ৷ আল্লাহ কোরআনে সূরা মায়েদাহর 48 নাম্বার আয়াতে বলেন , সূরা আল মায়িদাহ (المآئدة), আয়াত: ৪৮ وَأَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ ٱلْكِتَٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَٱحْكُم بَيْنَهُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ ٱلْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَٰكِن لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتَىٰكُمْ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ [48] আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি সত্যগ্রন্থ, যা পূর্ববতী গ্রন্থ সমূহের সত্যায়নকারী এবং সেগুলোর বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণকারী। অতএব, আপনি তাদের পারস্পারিক ব্যাপারাদিতে আল্লাহ যা অব...

স্টোরিয়া কি? কিভাবে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়?

স্টোরিয়া থেকে কিভাবে ই-কমার্স ব্যবসা করা যায়? স্টোরিয়া কী? স্টোরিয়া হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখান থেকে আপনি, আপনার পন্য বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। চলুন এবার একটি উদাহরণ দেখে বিষয়টি বুঝার চেষ্টা করা যাক। যেমন দরুণ, ঢাকার মতিঝিলে নতুন দশতলা একটি ভবন তৈরি করা হলো। তারা এই ভবন টি ব্যবসায়িদের কাছে ভাড়া দিবে। এখানে ভবন টি হচ্ছে স্টোরিয়া। যেখানে আপনার ব্যবসা করতে পারবেন। তবে, এখন এখানে একটি প্রশ্ন থেকেই যায়। স্টোরিয়া কি ফ্রিতে ব্যবহার করা যাবে?? উত্তর হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যাবে না। যেমন আপনি মতিঝিল এর দশতলা ভবন এর মালিক কে বলেন,আমাকে একটি রুম ফ্রিতে দেন আমি ব্যবসা করতে চাই। তাহলে তিনি কি আপনাকে রুম দিবেন? অবশ্যই না। অন্যদিকে আপনি স্টোরিয়াতে প্রথম ২১ দিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তারপর ভালো লাগলে পেইড সার্ভিস চালু রেখে চালিয়ে যেতে পারবেন।

এক নজরে বাংলাদেশ | At a glance of Bangladesh

🌟 এক নজরে বাংলাদেশ 🌟 🔶সাংবিধানিক নাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজি নাম : The People’s Republic of Bangladesh 🔶রাষ্ট্র প্রধান : প্রেসিডেন্ট 🔶সরকার প্রধান : প্রধানমন্ত্রী 🔶রাজধানী : ঢাকা 🔶বাণিজ্যিক রাজধানী : চট্টগাম Parliament of Bangladesh  🔶স্বাধীনতা লাভ : ১৬ ডিসেম্বর ১৯৭১ 🔶রাষ্ট্রভাষা : বাংলা 🔶আয়তন : ১,৪৭,৫৭০ বর্গ কি.মি. 🔶সরকার পদ্ধতি : সংসদীয় পদ্ধতি 🔶নাগরিকত্ব : বাংলাদেশী 🔶রাষ্ট্রধর্ম : ইসলাম 🔶বিভাগ : ৮টি 🔶জেলা : ৬৪ টি 🔶উপজেলা : ৪৯৩ টি 🔶থানা : ৬৪০ টি 🔶সিটি কর্পোরেশন : ১২ টি 🔶পৌরসভা : ৩২৬ টি Here are available this post in English   Click Here

কম্পিউটার এর প্রয়োজনীয়তা | কম্পিউটার ব্যবহার কেন শিখব? | কম্পিউটার এর ব্যবহার ||

১ আগষ্ট ২০১৯ প্রেজেন্টেশন প্রেকটিস স্কিল পোষ্ট ১৮ ■টপিকঃ কম্পিউটার এর প্রয়োজনীয়তা। ♧শুরুতেই স্যার কে অসংখ্য আন্তরিক অভিনন্দন জানাই,যিনি আমাদের একটি সুন্দর প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন প্রেকটিস করার জন্য। এবং স্বাগতম জানাই, যারা আমার পোষ্ট এখন পড়ছেন। অনুরোধ জানাই, তাদেরকে যারা এখনো কম্পিউটার বা ল্যাপটপ এখনো কিনেন নাই। সম্ভব হলে আস্তে আস্তে টাকা জমা করে কিনার চেষ্টা করেন। তাহলে বাস্তবে কম্পিউটার এর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। ♧ কম্পিউটার কম্পিউটার শব্দটি গ্রীক শব্দ 'কম্পিউট' থেকে এসেছে। যার অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন কম্পিউটার কে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না, কারণ বর্তমানে কম্পিউটার গণনা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজ অল্প সময়ে করে থাকে মানুষের পক্ষে অনেক সময় সাপেক্ষে। কম্পিউটারে ব্যবহার বর্তমানে কম্পিউটারে পরিধি অনেক বড়। প্রাত্যেহিক জীবনের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কাজে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। তাহলে চলুন দেখে নেই কি কি কাজে আমরা কম্পিউটার ব্যবহার করি.....⏩ ●অফিস আদালতের বিভিন্ন দলিল ও ডকুমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। কারণ এটা দীর্...