Skip to main content

Posts

Showing posts with the label WE

কিভাবে উই এর মেম্বার হব?

উই এর Founder and President নাসিমা আক্তার নিসা আপু। উই প্লাটফর্ম এ যারা যুক্ত হতে চায় তাদের জন্য মেম্বারশিপ পদ্ধতি চালু করেছেন।  উই এর মেম্বার হতে যা যা লাগবে। 1. পাসপোর্ট সাইজ ফটোকপি 2. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 3. ট্রেড লাইসেন্স এর ছবি (যদি থাকে) কোম্পানির ছবি বা লগো (যদি থাকে) 1. টিন সার্টিফিকেট (যদি থাকে) 2. টাকা ১৫০০। বিকাশে নির্ধারিত নাম্বারে টাকা পাঠানোর পর স্কিনশট অথবা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার শেষ এর ৪ ডিজিট উই এর পেইজ এ মেসেজ করে পাঠিয়ে কনফার্ম করতে হবে। টাকা পাঠিয়ে কনফার্ম করার পর https://goo.gl/FWCzLo ফর্মটি ফিলাপ করতে হবে। সব ধাপ কমপ্লিট হলে মেইল এর মাধ্যমে মেম্বারশিপ জানানো হবে। বিঃদ্রঃ মেম্বারশীপের মেয়াদ ১ বছর। যেদিন আপনার মেম্বারশীপ প্রক্রিয়া সমপন্ন করবেন তার পরদিন থেকেই আপনার মেম্বারশিপ মেয়দা কার্যক্রম শুরু হবে। উই এর মেবার থাকা অবস্থায় সকল প্রকার সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

উই কী?

উই কী উই এর পূর্নরুপ হচ্ছে Women and E-commerce Forum (WE)। মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে নাসিমা আক্তার নিসা আপু উই কে সফলভাবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উই শুধু নারীদের জন্য তৈরি করা হলেও এখানে পুরুষারাও মেম্বার হতে পারবেন। Woman E-commerce Forum   উই এ যোগ দিয়ে কী লাভ হবে? • প্রথমেই, আপনার যদি ই কমার্স বিষয়ে একদম শুন্য জ্ঞানও থাকে, এখানে (উই) এ যোগ দেওয়ার ফলে ই কমার্স বিষয়ের প্রাথমিক লেভেল থেকে অনেক বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন। • এখানে আপনি আপনার বিজনেস আইডিয়া, সমস্যা ইত্যাদি শেয়ার করতে পারবেন। • এক সাথে পার্টনারশিপ হয়ে বিজনেস করার সুযোগ পাবেন। এ রকম অসংখ্য বিষয় নিয়ে কাজ করতে পারবেন।