উই এর Founder and President নাসিমা আক্তার নিসা  আপু। উই প্লাটফর্ম এ যারা যুক্ত হতে চায় তাদের জন্য মেম্বারশিপ পদ্ধতি চালু করেছেন।         উই এর মেম্বার  হতে যা যা লাগবে।   1. পাসপোর্ট সাইজ ফটোকপি  2. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি  3. ট্রেড লাইসেন্স এর ছবি (যদি থাকে)  কোম্পানির ছবি বা লগো (যদি থাকে)  1. টিন সার্টিফিকেট (যদি থাকে)  2. টাকা ১৫০০।   বিকাশে নির্ধারিত নাম্বারে টাকা পাঠানোর পর স্কিনশট অথবা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার শেষ এর ৪ ডিজিট উই এর পেইজ এ মেসেজ করে পাঠিয়ে কনফার্ম করতে হবে।   টাকা পাঠিয়ে কনফার্ম করার পর https://goo.gl/FWCzLo  ফর্মটি ফিলাপ করতে হবে। সব ধাপ কমপ্লিট হলে মেইল এর মাধ্যমে মেম্বারশিপ জানানো হবে।   বিঃদ্রঃ  মেম্বারশীপের মেয়াদ ১ বছর। যেদিন আপনার মেম্বারশীপ প্রক্রিয়া সমপন্ন করবেন তার পরদিন থেকেই আপনার মেম্বারশিপ মেয়দা কার্যক্রম শুরু হবে। উই এর মেবার থাকা অবস্থায় সকল প্রকার সুবিধার অন্তর্ভুক্ত হবেন।   
Welcome to my Personal Blog