স্টোরিয়া থেকে কিভাবে ই-কমার্স ব্যবসা করা যায়?
স্টোরিয়া কী?
স্টোরিয়া হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখান থেকে আপনি, আপনার পন্য বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
চলুন এবার একটি উদাহরণ দেখে বিষয়টি বুঝার চেষ্টা করা যাক। যেমন দরুণ, ঢাকার মতিঝিলে নতুন দশতলা একটি ভবন তৈরি করা হলো। তারা এই ভবন টি ব্যবসায়িদের কাছে ভাড়া দিবে।
এখানে ভবন টি হচ্ছে স্টোরিয়া। যেখানে আপনার ব্যবসা করতে পারবেন।
তবে, এখন এখানে একটি প্রশ্ন থেকেই যায়। স্টোরিয়া কি ফ্রিতে ব্যবহার করা যাবে?? উত্তর হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যাবে না।
যেমন আপনি মতিঝিল এর দশতলা ভবন এর মালিক কে বলেন,আমাকে একটি রুম ফ্রিতে দেন আমি ব্যবসা করতে চাই।
তাহলে তিনি কি আপনাকে রুম দিবেন? অবশ্যই না।
অন্যদিকে আপনি স্টোরিয়াতে প্রথম ২১ দিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
তারপর ভালো লাগলে পেইড সার্ভিস চালু রেখে চালিয়ে যেতে পারবেন।
ধন্যবাদ
ReplyDeleteClick Here to see e-Commerce Website Development in Dhaka