আমরা অনেকেই জানি, বর্তমান প্রযুক্তির যুগে "কম্পিউটার" একটি পরিচিত শব্দ। মূলত কম্পিউটার এর মৌলিক বিষয় থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত যাবতীয় সকল তথ্যাবলী নিয়ে গঠিত কম্পিউটার প্রযুক্তি।
প্রথমেই চলুন জেনে নিই, সিএসই(CSE)এর ফুল মিনিং কী?
বর্তমানে অনেক স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার পরে স্বপ্ন দেখে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। এর মধ্যে অনেকে আবার পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করে। তাদের মধ্যে যারা ভর্তি পরীক্ষার ফলাফল এ মেরিট লিস্টে থাকে তাদের অনেকে না বুঝেই ভর্তি হয়ে যায়। তবে আমাদের উচিত যার যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা সেই সাবজেক্ট নিয়ে আসলেই আমি পড়তে পারব কি না অথবা শেষ পর্যন্ত ঠিকে থাকতে পারব কি না এই বিষয় গুলো জানা প্রয়োজন।
অন্যদিকে যারা পাবলিক এ চান্স পায় না, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আমি স্বাগতম জানাই তাদের কে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। তবে, পড়াশোনার আগে নিচের বিষয় গুলো পড়ে যদি মনে হয় আপনার দ্বারা সম্ভব তাহলে আপনি সিএসই পড়ার যাত্রা শুরু করে দিতে পারেন।
আমার ব্যাক্তিগত পরামর্শ হচ্ছে -বর্তমানে বিভিন্ন কোম্পানি বা সরকারি চাকুরীতে একজন ভালো পোগ্রামার খোঁজে। তাই আপনি যদি আসলেই সিএসই নিয়ে পড়তে চান তাহলে আপনার গণিত ভালো জানলে ভালো একটা চাকুরীর আশা করা যায়।
প্রথমেই চলুন জেনে নিই, সিএসই(CSE)এর ফুল মিনিং কী?
সিএসই এর পূর্ণরুপ হচ্ছে Computer Science & Engineering (CSE).
বর্তমানে অনেক স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার পরে স্বপ্ন দেখে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। এর মধ্যে অনেকে আবার পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করে। তাদের মধ্যে যারা ভর্তি পরীক্ষার ফলাফল এ মেরিট লিস্টে থাকে তাদের অনেকে না বুঝেই ভর্তি হয়ে যায়। তবে আমাদের উচিত যার যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা সেই সাবজেক্ট নিয়ে আসলেই আমি পড়তে পারব কি না অথবা শেষ পর্যন্ত ঠিকে থাকতে পারব কি না এই বিষয় গুলো জানা প্রয়োজন।
অন্যদিকে যারা পাবলিক এ চান্স পায় না, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আমি স্বাগতম জানাই তাদের কে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। তবে, পড়াশোনার আগে নিচের বিষয় গুলো পড়ে যদি মনে হয় আপনার দ্বারা সম্ভব তাহলে আপনি সিএসই পড়ার যাত্রা শুরু করে দিতে পারেন।
অনেকেরই একটা সাধারণ প্রশ্ন হচ্ছে
সিএসই পড়তে হলে কি গণিত পারতে হবে?
উত্তর টা একদম সহজ। সিএসই পড়তে হলে খুব ভালে পরিমানে গনিত না জানলেও পড়া যাবে। কিন্তু কিভাবে?চলুন একটা উদাহরণ দেখে বুঝার চেষ্টা করি। আমরা সবাই ড্রাইভার (গাড়ি চালক) কে চিনি। তার কাজ হচ্ছে গাড়ি সঠিকভাবে চালানো। তাহলে একজন গাড়ি চালক হিসেবে তার কী যোগ্যতা থাকা দরকার? উত্তর টা একদম সিম্পল। তার গাড়ি কিভাবে ভালো করে চালাতে হয় সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা দরকার। কিন্তু হঠাৎ যদি এমন হয় গাড়ি চালাতে চালাতে হঠাৎ গাড়ি কোন একটি অংশ কাজ না করে, তাহলে গাড়িটি বন্ধ হয়ে যাবে মানে চালানো যাবে না। এমতাবস্থায় যদি গাড়ি চালকের গাড়ির যন্ত্রপাতির সকল কিছুর কাজ জানা থাকে তাহলে তার জন্য গাড়ি ঠিক করে তৎক্ষনাৎ চালিয়ে যেতে পারবে। অন্যতায় তাকে একজন ইঞ্জিনিয়ার এনে গাড়ি ঠিক করাতে হবে। ঠিক তেমনি আপনি যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে আপনার খুব বেশি পরিমানে গণিত না জানলেও চলবে। তবে, একজন ভালো পোগ্রামার হতে চলে গণিত জানা টা জরুরি।আমার ব্যাক্তিগত পরামর্শ হচ্ছে -বর্তমানে বিভিন্ন কোম্পানি বা সরকারি চাকুরীতে একজন ভালো পোগ্রামার খোঁজে। তাই আপনি যদি আসলেই সিএসই নিয়ে পড়তে চান তাহলে আপনার গণিত ভালো জানলে ভালো একটা চাকুরীর আশা করা যায়।
without math cse like a fatherless baby..🤣
ReplyDeleteYou were right.
DeleteHelpful
ReplyDeleteThanks
Deleteভাই cse পড়ার জন্য কি comarts sub হইলে হবে।
ReplyDeleteনা ভাইয়া, কমার্স থেকে হবে না । সাইন্স বেকগ্রাউন্ড থাকতে হবে।
Deletecse porte holeki amar hscte highermath thaktei hobe naki agriculture niye porleo hobe?
ReplyDeleteহ্যাঁ, HSC তে Hihger Math থাকতে হবে ভাই।
Delete