Skip to main content

Confusion Word

14 Confusing words:

1. Advise, Advice

Advise (উপদেশ দেওয়া ) - Offer suggestions about the best course of action to someone.

Advice (উপদেশ ) - an opinion or recommendation offered as a guide to action, conduct, etc.

Example: Neha advised me to give Pooja an advice on what to wear for the party.

(নেহা আমাকে উপদেশ দিয়েছে পূজাকে পার্টিতে কি পরা উচিত তা নিয়ে উপদেশ দিতে )

2. Weather, Whether

Weather (আবহাওয়া ) - the state of the atmosphere at a particular place and time as regards heat, cloudiness, dryness, sunshine, wind, rain, etc.

Whether (যদি/ কিনা ) - expressing a doubt or choice between alternatives.

Example: Whether you agree to it or not, the weather has become cold.

(তুমি মান কি না মান , আজকের আবহাওয়া খুবই ঠান্ডা .)

3. Alter, Altar

Alter (বদলানো) - change in character or composition, typically in a comparatively small but significant way.

Altar (বেদি) - An elevated place or structure before which religious ceremonies may be enacted or upon which sacrifices may be offered.

Example: We need to alter the altar. It is very old now.

(আমাদের বেদিটি বদলানো উচিত . ওটা অনেক পুরানো হয়ে গেছে .)

4. Principal, Principle

Principal (প্রধান , মুখ্য ) - first in order of importance; main.

Principle (নীতি ) - morally correct behaviour and attitudes.

Example: The principal of that school is a man of principles.

(এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন নীতিবান লোক .)

5. Bare, Bear

Bare (নগ্ন ) - (of a person or part of the body) not clothed or covered.

Bear (ভাল্লুক ) - a large, heavy mammal which walks on the soles of its feet, having thick fur and a very short tail

Bear (কষ্ট করা ) - support; carry the weight of.

Example: The bare was bare. He was bearing the weight of the tree.

(ভাল্লুকটি নগ্ন ছিল . বড় গাছটির ভার সহ্য করছিল .)

6. Whole, Hole

Whole (পুরো ) - all of; entire.

Hole (গর্ত ) - a hollow place in a solid body or surface.

There were holes in the whole cake.

(পুরো কেকটিতে অনেক ছিদ্র আছে .)

7. Prey, Pray

Prey (শিকার ) - an animal that is hunted and killed by another for food.

Pray (প্রার্থনা করা ) - address a prayer to God or another deity.

The elephant fell prey to the tiger and got hurt. Everybody was praying for the elephant to get well soon.

(হাতি , বাঘের শিকার হয়ে গেছিল আর সে আহত হয়েছিল . সবাই প্রার্থনা করছিল যেন সে জলদি সুস্থ হয়ে উঠে .)

Comments

Popular posts from this blog

কম্পিউটার এর প্রয়োজনীয়তা | কম্পিউটার ব্যবহার কেন শিখব? | কম্পিউটার এর ব্যবহার ||

১ আগষ্ট ২০১৯ প্রেজেন্টেশন প্রেকটিস স্কিল পোষ্ট ১৮ ■টপিকঃ কম্পিউটার এর প্রয়োজনীয়তা। ♧শুরুতেই স্যার কে অসংখ্য আন্তরিক অভিনন্দন জানাই,যিনি আমাদের একটি সুন্দর প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন প্রেকটিস করার জন্য। এবং স্বাগতম জানাই, যারা আমার পোষ্ট এখন পড়ছেন। অনুরোধ জানাই, তাদেরকে যারা এখনো কম্পিউটার বা ল্যাপটপ এখনো কিনেন নাই। সম্ভব হলে আস্তে আস্তে টাকা জমা করে কিনার চেষ্টা করেন। তাহলে বাস্তবে কম্পিউটার এর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। ♧ কম্পিউটার কম্পিউটার শব্দটি গ্রীক শব্দ 'কম্পিউট' থেকে এসেছে। যার অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন কম্পিউটার কে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না, কারণ বর্তমানে কম্পিউটার গণনা থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কাজ অল্প সময়ে করে থাকে মানুষের পক্ষে অনেক সময় সাপেক্ষে। কম্পিউটারে ব্যবহার বর্তমানে কম্পিউটারে পরিধি অনেক বড়। প্রাত্যেহিক জীবনের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কাজে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। তাহলে চলুন দেখে নেই কি কি কাজে আমরা কম্পিউটার ব্যবহার করি.....⏩ ●অফিস আদালতের বিভিন্ন দলিল ও ডকুমেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। কারণ এটা দীর্...

সিএসই পড়তে হলে কি গণিত পারতে হবে?

আমরা অনেকেই জানি, বর্তমান প্রযুক্তির যুগে "কম্পিউটার" একটি পরিচিত শব্দ। মূলত কম্পিউটার এর মৌলিক বিষয় থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত যাবতীয় সকল তথ্যাবলী নিয়ে গঠিত কম্পিউটার প্রযুক্তি। প্রথমেই চলুন জেনে নিই, সিএসই( CSE )এর ফুল মিনিং কী? সিএসই এর পূর্ণরুপ হচ্ছে Computer Science & Engineering (CSE). বর্তমানে অনেক স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার পরে স্বপ্ন দেখে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। এর মধ্যে অনেকে আবার পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করে। তাদের মধ্যে যারা ভর্তি পরীক্ষার ফলাফল এ মেরিট লিস্টে থাকে তাদের অনেকে না বুঝেই ভর্তি হয়ে যায়। তবে আমাদের উচিত যার যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা সেই সাবজেক্ট নিয়ে আসলেই আমি পড়তে পারব কি না অথবা শেষ পর্যন্ত ঠিকে থাকতে পারব কি না এই বিষয় গুলো জানা প্রয়োজন। অন্যদিকে যারা পাবলিক এ চান্স পায় না, তাদের মধ্যে অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। আমি স্বাগতম জানাই তাদের কে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। তবে, পড়াশোনার আগে নিচের বিষয় গুলো পড়ে যদি মনে ...

How to install CodeBlocks for Android

At present many students start learning programming. They are also doing great. Basically lots of Student wants start learning programming. But the problem is they don't have computer that is why they can't start programming. So , if you don't have any computer don't worry. You can also learn how to do coding.You can start programming in your Smrat phone or Android device. So to start C/C++ programming firstly you need a compiler to run the code and to get the output according to your code . How to install CodeBlocks for Android It's too easy to install your phone the CodeBlocks app for compiling your code. So , let's see how you install. Firstly,you need a android device.   Secondly,make sure you have internet connection.   Thirdly, go to your Google Play Store app .   And then , type CodeBlocks. In the first result you will see the CodeBlocks app.   And then , install the app. And Start Coding. Best of luck for you. To install simple Code...